ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধা

ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধা: ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করবো। যা ইউনিয়ন পরিষদের একমাত্র অফিসিয়াল পদ। ইউনিয়ন পরিষদে একজন সচিব কর্মরত আছেন, তিনি মূলত রাজস্ব পদ থেকে নিয়োগপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। এবার সেই ইউনিয়ন পরিষদ সচিবের মোট বেতন এবং ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধা
শুধু যে ইউনিয়ন পরিষদের সচিব আছেন তা নয়, পৌরসভায় গেলে সেখানে একজন সচিবকেও কাজ করতে দেখা যায়। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি ইউপি সচিবের বেতনে অনেক বৈষম্য রয়েছে এবং সেই বৈষম্য নিয়ে অতীতেও বিভিন্ন লেখালেখি হয়েছে।

চলুন আজকে সব তথ্য জেনে নেই এবং জেনে নেই ইউনিয়ন পরিষদে একজন সচিব বর্তমানে কত আয় করেন। এবং তারা কি কি সুযোগ-সুবিধা ভোগ করেন। তো চলুন দেরি না করে জেনে আসি, ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধা সম্পর্কে। 

ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ইউনিয়ন পরিষদের চাকরির সার্কুলারটি ইউনিয়ন পরিষদ সচিব কর্তৃপক্ষ ১৯ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশ করেছে। এবং ইউনিয়ন পরিষদ নিয়োগ ব্যবহারের শেষ সময় হচ্ছে ৩১ মে ২০২৫ তারিখ পর্যন্ত। ইউনিয়ন পরিষদের চাকরির আবেদন আপনাদেরকে অফলাইনে করতে হবে। 

অনেক সময় এটি অনলাইনে করা লাগতে পারে। কেননা কর্তৃপক্ষের উপর নির্ভর করে আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হয়। এর জন্য আপনাদেরকে অবশ্যই ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিশিয়াল চিত্র দেখতে হবে যা আমরা নিজে উল্লেখ করে দিয়েছি।

একজন ইউনিয়ন পরিষদ সচিবের বেতন কত?

ইউনিয়ন পরিষদে যারা সচিব আছেন তাদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ বিধিমালা ২০১১ অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে ইউপি সচিবের শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক এবং বেতন স্কেল হবে ১০২০০ টাকা থেকে ২৪৬৮০ টাকা। ইউনিয়ন পরিষদে ৩ শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী রয়েছে।

ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সচিব পদে শিক্ষাগত যোগ্যতা-ইউনিয়ন পরিষদের সচিব পদের জন্য ১৪তম গ্রেড এর স্নাতক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ৷

  • সহকারী কম্পিউটার অপারেটর, সুপার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস ৷ 
  • দফাদার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস এবং 
  • মহালদার পদের জন্য অষ্টম শ্রেণী পাসের যোগ্যতা থাকতে হবে ৷

যারা A শ্রেণীর পৌরসভার পৌর সচিব তাদের স্নাতকোত্তর পাঠদানের যোগ্যতা রয়েছে এবং তাদের বেতন গ্রেড নবম গ্রেড। বেতন ১৬,৫০০ টাকা থেকে শুরু করে ৩০,২০০টাকা পর্যন্ত। কিন্তু হিরো ক্যাটাগরির পৌর সচিবের বেতন শুরু হয় ১০ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ ২২ হাজার ৪০০ টাকা যা একাদশ শ্রেণির বেতন।

তারা তৃতীয় শ্রেণির পৌরসভার সভাপতি সচিব পদে কর্মরত তাদের শিক্ষাগত যোগ্যতা একই হলেও দ্বাদশ শ্রেণিতে তারা বেতন পান এবং এই বেতন শুরু হয় ৯ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার ৭৫ টাকা পর্যন্ত। এছাড়া ইউনিয়ন পরিষদে দশম গ্রেড কোনো কর্মচারী না থাকা খুবই দুঃখজনক।

ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধা

একজন ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধা সাধারণত অন্যান্য সরকারি কর্মচারীদের মতোই। তবে অন্যান্য সরকারি কর্মচারীরা থাকার কোয়ার্টার পায়, কিন্তু ইউনিয়ন পরিষদ সচিবরা এ সুবিধা থেকে বঞ্চিত। একজন ইউনিয়ন পরিষদ সচিবের বেতনও তার যোগ্যতা অনুযায়ী নির্ধারিত হয়।

সাধারণত সরকারি কর্মীরা ব্যক্তিগত জীবনেও অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। বিশেষ করে তাদের ছেলে-মেয়েরা শিক্ষাক্ষেত্রে সরকারের কাছ থেকে নানাভাবে সহযোগিতা পায়। চাকরি থেকে অবসর নেওয়ার পরও ইউনিয়ন পরিষদ সচিবের জন্য পেনশনের ব্যবস্থা রয়েছে। 

ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধার মধ্যে  ইউনিয়ন পরিষদ সচিবরা চাকরিতে থাকাকালীন সরকারি ভাতা পান। তদুপরি, একজন ইউনিয়ন পরিষদ সচিব চাল, ডাল, আটা ইত্যাদি রেশনও পান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউনিয়ন পরিষদ সচিব একটি সম্মানজনক পেশা। এখানে আপনি সবার সম্মান পাবেন। সরকার আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে যা আপনাকে সঠিকভাবে পালন করতে হবে।

বিভিন্ন সরকারী কাজ একজন ইউনিয়ন পরিষদ সচিবের উপর নির্ভর করে। ইউনিয়ন পরিষদ সচিবরা যেমন সরকারকে সুচারুভাবে এগিয়ে যেতে সাহায্য করে, তেমনি সরকার তাদের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে সুযোগ-সুবিধা তৈরি করে। তাই বলা যায়, ইউনিয়ন পরিষদ সচিবের সুযোগ-সুবিধা কোনো অংশে কম নয়।

ইউনিয়ন পরিষদ সচিবের কাজ কি?

গ্রামীণ উন্নয়নকে রাজ্যের উন্নয়নের চাবিকাঠি মনে করে গ্রাম শহর এই কার্যক্রম শুরু করে। এসব কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার কাঠামোর মৌলিক স্তর ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের কর্মরত জনবলের মধ্যে ইউনিয়ন পরিষদ সচিব সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইউনিয়ন পরিষদ সচিবের চাকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পরিচিতির সাথে বছরের পর বছর ধরে বাড়ছে ইউপি সচিবের দায়িত্ব ও কর্তব্য। সচিব দায়িত্ব পালনের পাশাপাশি তিনি

  • প্রাক-আনুমানিক প্রস্তুতি,
  • অফিস ব্যবস্থাপনা, 
  • বাজেট প্রণয়ন,
  • হিসাব সংরক্ষণ, 
  • ত্রাণ বিতরণ, 
  • মাস্টার রোল প্রণয়ন,
  • রাজস্ব আদায়, 
  • গ্রাম আদালত পরিচালনা,
  • উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। 

সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে বিভিন্ন ভাতা ভোগীদের নির্বাচন ও তালিকা তৈরি করা যেমন-

  • প্রতিবন্ধী, 
  • বয়স্ক বিধবা, 
  • হরিজন ভাতা, 
  • মাতৃত্ব-কালীন ভাতা, 
  • ভিজিএফ কার্ড ইত্যাদি নিয়ে নীতি প্রণয়ন, তালিকা প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সচিবের কাজ এখানেই শেষ নয়। এছাড়া সিভিল সার্টিফিকেট এবং জন্ম-মৃত্যু সনদ এবং উত্তরাধিকার সনদসহ বিভিন্ন ধরনের সনদ প্রদানের দায়িত্ব সচিবের। এগুলি একজন সচিবের দায়িত্ব ও কার্যাবলী।

বোটম লাইন হল প্রায় সব সরকারি মন্ত্রণালয়ের এমনকি প্রান্তিক বাস্তবায়নের ক্ষেত্রে ইউপি সচিবের দায়িত্বের সুযোগ অস্বীকার করার সুযোগ নেই। এবং তাদের ছোট করার কোন উপায় নেই। একজন সচিবকে উল্লেখিত দায়িত্ব পালন করতে হয় কিন্তু তার দায়িত্ব অনেক।

ইউনিয়ন পরিষদ সচিবের কার্যাবলী

ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনার যাবতীয় কাজ পরিচালনার দায়িত্ব সচিবের। একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে তিনি বাজেট প্রণয়ন ও পরিকল্পনাসহ ইউনিয়ন পরিষদের যাবতীয় দায়িত্ব পালন করেন। চলুন দেখা যাক ইউনিয়ন পরিষদের একজন সচিব কি করেন:-

  • নথি সংরক্ষণের কার্যাবলী।
  • তিনি মাসিক সভার সকল সিদ্ধান্ত সদস্যদের জানানোর ব্যবস্থা করেন।
  • ইউনিয়ন পরিষদের সকল নথিপত্র সংরক্ষণের দায়িত্ব ইউপি সচিবের।
  • মাসিক সভার বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং সভার কার্যবিবরণী রেকর্ড করেন।
  • মাসিক রিপোর্ট থেকে ত্রৈমাসিক এবং বার্ষিক রিপোর্ট এবং মন্তব্য সচিব দ্বারা লিখিত হয়।

পরিশেষে

আজকের আর্টিকেলে আমি ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধা ও বেতন কত টাকা ৷ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি ৷ আশা করি আজকে আর্টিকেলের মাধ্যমে আপনারা ইউনিয়ন পরিষদের একজন সচিবের সকল তথ্য এবং ইউনিয়ন পরিষদের একজন সচিবের সম্মান সম্পর্কে অবগত হয়েছেন ৷

সেই সাথে সাথে ইউনিয়ন পরিষদ সচিবের কার্যাবলী এবং সুযোগ-সুবিধা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি ৷ আশা করি আমাদের আজকের আর্টিকেলটি  পড়ে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধা নিয়ে এই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ইউনিয়ন পরিষদ সচিব এর সুযোগ সুবিধা সম্পর্কে কিছু প্রশ্ন ও তার উত্তর / FAQ

প্রশ্ন ১: ইউনিয়ন পরিষদের সচিব এর বেতন কত?

উত্তর :- বর্তমান জাতীয় বেতন স্কেলে ইউনিয়ন পরিষদ সচিবের ১৪তম গ্রেডে রাখা হয়েছে। তারা গ্রেড পরিবর্তন করে ১০তম গ্রেডে আনার ও দাবি জানিয়েছেন। গ্রেড অনুযায়ী ইউনিয়ন পরিষদ সচিবের বেতন নির্ধারিত হয়। 

প্রশ্ন ২: ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য কতজন? 

উত্তর:- ইউনিয়ন গঠিত নয়টি ওয়ার্ড থেকে সরাসরি নয়জন সদস্য নির্বাচিত হবেন। মহিলাদের জন্য তিনটি আসন সংরক্ষিত থাকবে। মহিলা সদস্যদের মধ্যে প্রত্যেকে একটি ইউনিয়নের মধ্যে তিনটি ওয়ার্ডের পুরুষ ও মহিলা ভোটারদের দ্বারা সরাসরি নির্বাচিত হবেন। 

প্রশ্ন ৩: ইউনিয়ন পরিষদের কাজ কি? 

উত্তর:- আইন দ্বারা ইউনিয়ন পরিষদগুলোকে যে কাজগুলো অর্পণ করা হয়েছে। সেগুলোর মধ্যে নিম্নলিখিত গুলো অন্তর্ভুক্ত রয়েছে যেমন, আইনশৃঙ্খলা রক্ষা করা ও এই উদ্দেশ্যে প্রশাসনকে সহায়তা করা। স্থানীয় সমাজের ও অর্থনীতির ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। প্রশাসনিক ও স্থাপনা কার্য সম্পাদন করা।

প্রশ্ন ৪: ইউনিয়ন পরিষদ অর্থ কি

উত্তর:- বাংলাদেশে পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক একক হলো ইউনিয়ন পরিষদ। গ্রাম চৌকিদারি আইনের ১৮৭০ এর অধীনে ইউনিয়ন পরিষদের সৃষ্টি হয়। এই আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা টহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতগুলো গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়। 

প্রশ্ন ৫: সচিব কত প্রকার ও কি কি? 

উত্তর:- সচিব মূলত সাত প্রকার যথা-

সিনিয়র সচিব>সচিব>অতিরিক্ত সচিব>যুগ্ম সচিব>উপ-সচিব>সিনিয়র সহকারী সচিব>সহকারী সচিব। 

প্রশ্ন ৬: জেলা প্রশাসকের গ্রেড কত? 

উত্তর:- জেলা প্রশাসক অথবা ডেপুটি কমিশনার বাংলাদেশের জেলার মুখ্য আমলা ও ভূমি-রাজস্ব কর্মকর্তা। তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের গ্রেড ৫ এর সদস্য। এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ আমলা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
4 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • নামহীন
    নামহীন ২২ জানুয়ারী, ২০২৫ এ ৭:৫৮ PM

    ধন্যবাদ

    • Shoumik IT
      Shoumik IT ২২ জানুয়ারী, ২০২৫ এ ৮:১৩ PM

      আপনাকেও ধন্যবাদ

  • নামহীন
    নামহীন ২২ জানুয়ারী, ২০২৫ এ ৮:৪১ PM

    ধন্যবাদ, আর্টিকেলটির মাধ্যমে অনেক উপকৃত হলাম।

    • Shoumik IT
      Shoumik IT ২৪ জানুয়ারী, ২০২৫ এ ৮:৩৪ PM

      আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সৌমিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url